দাঁতন : বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি দাঁতন থানার মোগলমারি বাসস্ট্যান্ড এলাকার। দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
এদিন সকালে একটি টোটো ও সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ফল দোকানে ঢুকে যায় চারচাকা গাড়ি। সকলকেই ভর্তি করা হয়েছে দাঁতন গ্রামীণ হাসপাতালে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে দাঁতন থানার অন্তর্গত মোগলমারি বাসস্ট্যান্ড এলাকায় একটি টোটো ও সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ফল দোকানে ঢুকে যায় চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।