পূর্ব বর্ধমান : জোড়া খুন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। গলার নলি কেটে নৃশংসভাবে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। বাড়ির বাইরে গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল মৃতদেহ। এই ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির ১১ নম্বর ওয়ার্ডে।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হাজি মুস্তাফিজুর রহমান (৬৬) ও মমতাজ পারভিন (৫৬)। ওই দম্পতি মেমারি শহরের কাশিয়াড়া কাজিপাড়ার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ দিকে ঘটনার পর থেকেই তাদের ছেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পারিবারিক বিবাদের কারণেই ওই দম্পতি খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ওই প্রবীণ দম্পতির নলিকাটা দেহ দেখতে পান। পাড়ার লোকজন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভিতরে খুন করে দেহ দু’টি টানতে টানতে বাড়ির বাইরের রাস্তায় এনে ফেলে দেওয়া হয়। মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভিন ছেলে আসিফকে নিয়ে মেমারির কাজিপাড়ায় বসবাস করতেন। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছেলে।