হেল্থ ক্যাম্পের আয়োজন

ওয়ার্ল্ড রেড ক্রস ডে উপলক্ষে অনন্যা ব্যানার্জি (কাউন্সিলর 107 WARD) দেবব্রত মজুমদার (MLA যাদবপুর) চৈতালী চট্টোপাধ্যায় (কাউন্সিলর 90WARD) উপস্থিতিতে বিপ্লব সাহা , ডঃ এসকে বৈশ্য এবং ডঃ পারিজাত দেব চৌধুরী পরিচালনায় medithics হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়।
এই হেল্থ ক্যাম্পে ইউরোলজিস্ট, কার্ডিয়লজিস্ট, অর্থোপেডিক , গাইনোকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও লিপিড প্রোফাইল, থাইরয়েড, সুগার ,ইউরিক অ্যাসিড ,ইসিজি, হিমোগ্লোবিন, ও এএম পিএম বিনামূল্যে পরীক্ষা করা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =