কাজ ও পরিবেশ দূষণ রোখার দাবিতে বিক্ষোভ গ্রাসবাসীদের

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: স্থানীয়দের কাজ ও পরিবেশ দূষণ রোখার দাবি নিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে কাঁকসার বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান কাঁকসার বাঁশকোপা গ্রামের কয়েকশো গ্রামবাসী। এদিন কারখানার গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
গ্রামবাসীদের অভিযোগ, কারখানার দূষিত ছাই গোটা গ্রামে ছড়িয়ে গিয়ে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। গ্রামের অধিকাংশ জমির ঊzর্বরতা নষ্ট হয়ে গিয়েছে। গত এক বছর আগে তাঁরা এই বিষয়ে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ দূষণ বন্ধ করার জন্য গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর ফের দূষণের মাত্রা বেড়ে যায়। যার জেরে সমস্যায় পড়েন গ্রামের মানুষ।
অন্যদিকে, গ্রামের বহু বেকার যুবক কাজ পাওয়ার আশায় কারখানা গড়ার জন্য জমি দিয়েছিলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কাজে নিলেও স্থানীয়দের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ। তাই যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হবে ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =