গুগল মিট-এ মিটিং! এক ক্লিকেই বদলে ফেলুন ব্যাক গ্রাউন্ড

Work From Home অ্যাপের মাধ্যমে মিটিং-এর জনপ্রিয়তা বাড়িয়েছে। করোনা পরিস্থিতি জীবনযাত্রাতেও অনেকটা বদল এনেছে। ফলে বহু পেশাতেই Google Meet-এর মতো কিছু অ্যাপ হয়ে উঠেছে অপরিহার্য। যাঁরা  Google Meet ব্যবহার করেন অনেকক্ষেত্রেই তাঁদের একটা সমস্যায় পড়তে হয় নিজেরা ফিটফাট হয়ে বসলেও ব্যাকগ্রাউন্ড গোছানো থাকে না। তবে সে সব ঢাকা দেওয়ার উপায়ও আছে টেকনোলজিতে। শুধু জানতে হবে পদ্ধতি। Google Meet-এ রয়েছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার অপশন। এর ফলে Google Meet এ ব্যবহারকারীদের যে কেউ ব্যাকগ্রাউন্ড বদল করতে পারবেন। থাকছে ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধাও রয়েছে। সেটাও খুব সহজে।

কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন?

প্রথমে Google Meet অ্যাপটি চালু করুন।

কোনও মিটিংয়ে ঢোকার আগে ইফেক্ট বাটনে ক্লিক করুন। সেল্ফ ভিউ উইন্ডোতে ওই অপশনটি দেখতে পাবেন।ব্লার করার জন্য সেখানে দুটি অপশন থাকবে। একটি Slightly Blur এবং Blur Background।

পছন্দমতো যে কোনও একটি অপশন বেছে নিন।

 মোবাইল থেকে নিজের ব্যাকগ্রাউন্ড বদল করতে চাইলে

সেল্ফ ভিউ উইন্ডোতে গিয়ে Add + বাটন প্রেস করুন। এরপর সেখানে প্রি আপলোড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। যে ব্যাকগ্রাউন্ড পছন্দ সেটি ব্যবহার করুন।

এছাড়াও আপনি ফিল্টার, স্টাইল, পরিবর্তন করতে পারবেন।

ইফেক্ট বন্ধ করতে ‘No effect’ বাটনে ক্লিক করুন।

কম্পিউটারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

সেল্ফ ভিউতে একটি অপশন দেখা থাকবে। যার নাম Apply Visual Effects।

ব্যাকগ্রাউন্ড ব্লার করতে ব্লার অপশনে ক্লিক করুন।

এচাড়াও আপলোড ব্যাকগ্রাউন্ড অপশনের মাধ্যমে নিজের পছন্দের কোনও ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =