নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান শহর রথতলা, কাঞ্চননগর, উদয়পল্লি এলাকায় প্রচারে আসেন অর্থাৎ বর্ধমান দক্ষিণের বিধায়কের বাড়ির সামনে দিয়ে। ওই এলাকায় বিধায়কের বাড়ির সামনে কয়েকজন যুবক দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দেন। ওই স্লোগান শুনে চোখ এড়িয়ে চলে যান দিলীপ ঘোষ। আবারও পালটা দিলীপ ঘোষ তাঁদের ফুল ছোড়েন। তারপর আর কিছুটা এগোতেই বর্ধমান দক্ষিণের বিধায়কের গাড়িকে দেখে বিজেপি কর্মীরা চোর চোর বলে স্লোগান দেন। এই নিয়ে দুই দলে স্লোগানের লড়াই চলে, গো ব্যাক স্লোগানের কথা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি হিন্দিতে সিনেমার ডায়লগে বলেন, ‘হাতি যায় বাজার কুত্তা ভোকে হাজার।’