এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইতিহাস রচনার পর, আবেগে ভাসলেন শুভমন গিল। তিনশো হাতছাড়া করার আফশোস ছিলই। বাবা, মায়ের বার্তা পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। সেই মুহূর্ত ভিডিও মন্টাজে বন্দি করে রেখেছে বিসিসিআই।
২৬৯ রানের পর গিলের কার্যকলাপের একটি ভিডিও পোস্ট করা হয়েছে বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা শুরু হয় সাংবাদিক সম্মেলন দিয়ে। তারপর অটোগ্রাফ শিকারীদের ভিড়। শেষে হোটেলে গিলকে ঢাক-ঢোলের তালে বরণ করে নেওয়া হয়।
গিলকে নিয়ে আবেগের ফল্গুধারা। কিন্তু তাঁকে নিয়ে অসন্তুষ্ট যুবরাজ সিং। ছেলে যে অসন্তুষ্ট, তা জানালেন যোগরাজ সিং। তিনি বলেছেন, ‘’আমি খুশি যে যুবরাজ তার জীবনে যা কিছু অর্জন করেছে, তা কোচিং করে প্রতিদান দিচ্ছে। গিল, অভিষেক এবং অর্শদীপকে কোচিং করিয়েছে যুবি। শুভমান গিল যখন ২০০ রানে ব্যাট করছিল, আমি চেয়েছিলাম গিল যেন ২৫০ রানে অপরাজিত থাকে। কিন্তু জমে যাওয়ার পরে ব্যাটসম্যান আউট হলে, তখন আমার কষ্ট হয়। যুবরাজেরও একই অনুভূতি। ও বুঝতে পেরেছে, এত বড় স্কোরের পরে আউট হওয়া অপরাধ। শুভমান গিল সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছিল। তাদের উদ্দেশে আমি বলতে চাই, দয়া করে, যদি আপনি ক্রিকেট না খেলে থাকেন, তাহলে এটি নিয়ে কথা বলবেন না।’’