নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে নামলেন পানাগড় শিল্পতালুকের আদানি গ্যাস সংস্থার চালকরা। বুধবার দুপুর ৩টে থেকে কাঁকসার মাধবমাঠ আন্ডারপাসে চালকরা সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে সংস্থার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। চালকদের অভিযোগ, ৪৮ জন চালক রয়েছেন। দীর্ঘ প্রায় ১বছর ধরে তাঁরা ওই সংস্থায় কাজ করছেন। ৪ মাস বেতন বাকি থাকার পর সেই টাকা ছটপুজোর পর কিছু কিছু করে তাঁদের দেওয়া হয়েছে। সময় মতো তাঁদের বেতন দেওয়া হয় না। বর্তমানে একমাসের বেতন বাকি থাকলেও সেই বেতন দেওয়া নিয়ে গড়িমসি করছে সংস্থা। যার কারণে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।
তাই যতক্ষণ না তাঁরা বেতন পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চালকরা। চালকদের আন্দোলনের জেরে পশ্চিম বর্ধমান জেলা সহ আশপাশের জেলাতেও গ্যাস সরবরাহ না হলে পরিবহণের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বিভিন্ন যানবাহনের মালিকরা। যদিও এই বিষয়ে সংস্থার কোনও আধিকারিকদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।