খড়গপুরে চারজন সশস্ত্র দুষ্কৃতী গ্রেপ্তার

অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করল খড়গপুর টাউন থানার পুলিশ।শনিবার রাতে টাউন থানার গোলবাজার এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ চার জন দুষ্কৃতীকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের তাড়া করে ধরে ফেলে। ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল বলে পুলিশ জানিয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি গুলি, দুটো মুখোশ সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে।গত ২ মে খড়গপুরের সুভাষপল্লি এলাকায় এক ব্যবসায়ীর ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় শনিবরা রাতে টাউন থানার পুলিশ  গোকুলপুর থেকে শেখ মুস্তাফা নামে আরো এক জনকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =