ফাঁসানো হয়েছিল, ম্যাচ গড়াপেটা নিয়ে অবশেষে মুখ খুললেন কেয়ানর্স

একটা সময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের সর্বকালের সেরা অলরাউন্ডার বলে ধরা হত তাঁকে। সেই তিনিই কিনা জড়িয়ে গিয়েছিলেন ম্যাচ গড়াপেটাতে। তিনি আর কেউই নন, তাঁর নাম হল ক্রিস কেয়ানর্স। প্রাক্তন এই কিউয়ি তারকা দাবি করেন যে, তিনি কোনওরকম ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁকে ফাঁসিয়ে অপরাধী সাজানো হয়েছিল।

ম্যাচ গড়াপেটা নিয়ে বহুদিন চুপ করে থাকলেও, অবশেষে মুখ খুললেন কেয়ানর্স। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরে এই বিষয়টি আমি নিজের মধ্যে চেপে রেখেছিলাম। তবে আর পারলাম না। আমি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যাই। কিন্তু তাও আমার রাগ এবং ক্ষোভ কমেনি। তবে গত সাতমাসে আমার জীবনে অনেক কিছু বদলে গিয়েছে’।

সেই সঙ্গে তিনি আরও জানান যে, ‘আমাকে পুরোপুরি অপরাধী সাজানো হয়েছিল। গড়াপেটার ওই ঘটনায় আমি কোনওভাবেই জড়িত ছিলাম না। তাই জন্য যন্ত্রণায় আমার রাতে ঘুম হত না। আমি প্রতি রাতে হতাশায় ভুগতাম। একপ্রকার বেঁচে থাকাই দায় হয়ে উঠেছিল’। কয়েকমাস আগেই পক্ষাঘাত হয়ে গিয়েছিল কেয়ানর্সের। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =