নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: লালমাটির বাঁকুড়া জেলাজুড়ে লাল সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরা। জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় ৩৫০ অধিক হরিণ রয়েছে। তাদের কথা চিন্তা করে এবং বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বনদপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গলজুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল, কাঁচা ছোলা, বিট লবণ ও গুড় দেওয়া হল।
বন দপ্তরের দাবি, জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল তীব্র দাবদহে তা শুকিয়ে গিয়েছে তাই এই তীব্র গরমে মানুষ নাজেহাল হয়ে পড়ছে সেখানে বন্যপ্রাণী তো হবেই। তাই বন্যপ্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বন বিভাগের পক্ষ থেকে।