ব্যারাকপুর : খড়দা থানার টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পি কে বিশ্বাস রোডে গত ২৬ এপ্রিল বিকেলে বহু বছরের প্রাচীন জরাজীর্ণ চারতল বিশিষ্ট একটি বাড়ির পিছনের দিকের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সেই ঘটনায় গুরুতর জখম মিঠু সাউ নামে এক মহিলাও। ঠিক কি কারনে ওই বাড়িটির একাংশ ভেঙে পড়েছিল, তার তদন্তে বৃহস্পতিবার বেলায় ঘটনাস্থলে হাজির হলেন ফরেনসিক বিশেষজ্ঞ টিম ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেনসিক বিশেষজ্ঞ ডঃ সি কে সাহা বলেন, পুরাতন ওই বাড়িটির একাংশ কি কারনে ভেঙে পড়ল, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। যদিও টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ ও স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে পুরাতন জরাজীর্ণ বাড়ির একাংশ হুড়মুড় করে ভেঙে পড়েছে।