প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে এবার ছিটকে গেল। চলতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে প্রথম দল হিসাবে রোহিতের মুম্বই বেরিয়ে গেল। শনিবার রাজস্থান রয়্যালস  ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাতেই মুম্বইয়ের বিদায়ঘণ্টা বেজে গেল।

যদিও এমনটাই ছিল মুম্বইয়ের ভবিতব্য। এবার ১০ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচ জিতেছে মুম্বই। তার মধ্যে গত শুক্রবার এসেছিল চলতি লিগের দ্বিতীয় জয়। টেবিল টপার গুজরাত টাইটান্সকে  রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে হারিয়েছে ফ্যানদের মুখে হাসি ফোটান রোহিতরা। কিন্তু জয়ও প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না নীল জার্সিধারীদের জন্য।

মুম্বই এই মরশুম ভুলে যেতে চাইবে। কারণ তাদের বায়োডেটার সঙ্গে এই ট্র্যাকরেকর্ড যে একেবারেই বেমানান। চলতি আইপিএল ফের ৮ দলের বদলে ১০ দলের লড়াই দেখছে। তবে প্লে অফের নিয়ম কিন্তু বদলায়নি। লিগ টেবিলের প্রথম চার দলই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে। আইপিএলের বর্তমান সমীকরণ বলছে, গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়েন্টস এবং আরসিবি প্লে-অফের জন্য ভাল জায়গায় রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 14 =