দিল্লিতে রঙের কারখানায় আগুন, ঝলসে মৃত্যু ১১ জনের

দিল্লিতে রঙের কারখানায় আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল ১১ জন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে ঘটনা। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই মৃতদেহগুলি শণাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানিয়েছে, কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি হত। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। একটি বিস্ফোরণের পর আগুন আরও ছড়িয়ে পড়ে।

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে খবর, যে ১১ জন মারা গিয়েছেন তারা সকলেই ওই কারখানার কর্মী ছিলেন। দিল্লির ঘনবসতি পূর্ণ এলাকায় বার বার আগুন লাগার ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =