দুর্গাপুর : পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা দুর্গাপুরের আরতি গ্রামে। রবিবার সকালে ওই বিস্ফোরণের জেরে বাড়িটির টিনের চাল উড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে দুর্গাপুর-ফরিদপুর থানা এলাকার আরতি গ্রামে বোমা বিস্ফোরণ হয়। গ্রামের ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি আছে। সেই বাড়িরই একটি ঘরে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ওই বাড়িটি লোকালয়ের মধ্যেই অবস্থিত। বাড়িটি সম্পূর্ণ তৈরি হয়নি বলেও জানা গিয়েছে। বছর দশেক ধরে ওই বাড়িটি পরিত্যক্ত হয়েই পড়ে আছে। ওই বাড়িরই কোনও একটি ঘরে মজুত করে রাখা ছিল বোমা। সেই মজুত বোমাই এদিন বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে, টিনের চাল উড়ে যায়।