কলকাতা : দু’বছরের জন্য চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। এই সিদ্ধান্তের কথা শুনেই তিনি বলেছিলেন, এক ইঞ্চি জমি ছাড়বেন না, যা করার তাই করবেন! শুক্রবারই পদক্ষেপ নিলেন শান্তনু।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে তাঁর ডিগ্রি বাতিলের নির্দেশ খারিজের আবেদন করেছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ডাক্তার শান্তনু সেন মূলত রেডিওলজিস্ট। সেই হিসেবে দীর্ঘকাল প্র্যাকটিস করেছেন তিনি। এমবিবিএস বাদে তাঁর আরও কিছু ডিগ্রি রয়েছে। তার মধ্যে অন্যতম গ্লাসগো থেকে একটি সাম্মানিক ডিগ্রি। শান্তনু সেন সেই ডিগ্রি ব্যবহার করতেন।
এ বিষয়ে তাঁর থেকে জানতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কিন্তু অভিযোগ, কাউন্সিলের এথিক্স কমিটি তাঁকে বারবার তলব করলেও তিনি হাজিরা দেননি, ব্যাখ্যাও দেননি। সেই কারণে ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে তাঁকে সাসপেন্ড করা হল। এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায়।

