বাগনানে মহরম যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

কলকাতা : হাওড়ার বাগনানে মহরম যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, বাগনান পুলিশ প্রথমে ওই মিছিলের অনুমতি দিতে চায়নি।

কারণ দর্শিয়ে বলা হয়েছিল ওই দিনই দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরও দু’টি মিছিল হওয়ার কথা রয়েছে। এর পরই মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা হয়।

শুক্রবার শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শর্ত বেঁধে বলা হয়েছে, মিছিলে কোনও রকম অস্ত্রের ব্যবহার করা যাবে না। দেড়শো জনের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না।

নাজাখ ইমামবাড়া-দক্ষিণপাড়া থেকে এই যাত্রা শুরু হয়ে খাজুটি মোড় পর্যন্ত যাবে এবং ফিরে আসবে। যাত্রা শুরু করতে হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং শেষ করতে হবে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =