নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি বলে অনন্ত মহারাজের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘রাজবংশীদের জন্য বিজেপি কী করেছে তা রাজবংশীরাই জানেন। জয়ন্ত রায়, নিশীথ প্রমাণিকের মতো রাজবংশী নেতারা ওই সমাজের উন্নয়নের জন্য লেগে রয়েছেন। উত্তরবঙ্গের রাস্তা, রেলওয়ে যা কিছু হয়েছে সবই বিজেপিই করেছে, এর আগে কেউ কিছু করেনি।’
তিনি আরও বলেন, ‘অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই আছেন, তাঁকে বিজেপিই রাজ্যসভায় পাঠিয়েছে। তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাংলা ছাড়া করে অসমে পাঠিয়ে দিয়েছিল, বিজেপি তাঁকে দিল্লি পাঠিয়ে সর্বভারতীয় নেতা তৈরি করেছে।’ বৃহস্পতিবার সকালে বর্ধমান-১ ব্লকের রায়ান গ্রামের চা-চক্র থেকে এমনই দাবি করেন দিলীপবাবু। এদিন গ্রামের আবহে প্রাতর্ভ্রমণ সারেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
প্রত্যেকদিন মাঠে মনিং-ওয়াকের পর, রায়ান গ্রামের শিবমন্দির দর্শন করেন। তারপরই চা-চক্রে যোগ দিয়ে জনসংযোগ সেরে নেন তিনি। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করে বলেন, ‘মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন। তাঁর অবস্থা ছেঁড়া কাঁথার মতো, এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। যখন তিনি জঙ্গলমহল সফর করেন, তখন উত্তরবঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে, উত্তরবঙ্গে সফরে গেলে আবার রাঢ়বঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে, মহা মুশকিলে পড়েছেন উনি।’
তৃণমূলকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘যাঁরা মানুষের কাছে যেতে ভয় পান, মন্দিরে যেতে যাঁরা ভয় পান, যাঁেদর মানুষ চোর, কাটমানিখোর বলে চেনে, তাঁদের মন্দিরে ঢুকতেই দেবে না কেউ। আমরা তো মন্দিরের সংßৃñতি, আমরা মন্দিরে যাব না তো চোরেরা যাবে!’