জবকার্ড থাকা সত্ত্বেও মিলছে না ১০০ দিনের কাজ, প্রতিবাদে পোস্টার মেরে বিক্ষোভ গ্রামবাসীদের

১০০ দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে রাজ্য, সরকার যখন বিভিন্ন পুরস্কারের মাধ্যমে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে, তখনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। সেই ছবি দেখা গেল বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতে। সেখানে বিভিন্ন জব কার্ডধারীরা কাজ না পাওয়ার জন্য প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। সিপিএমের স্থানীয় নেতৃত্ব তাদের কর্মীদের নিয়ে এই বিক্ষোভ করেন। রামচন্দ্রপুরের ঘোষপুকুর থেকে নারকেলবেড়িয়া পর্যন্ত বিটুমিনের রাস্তা সংস্কার ও বুরুজের খাল সংস্কারের জন্য যে ১০০ দিনের কাজের কথা ঘোষণা করা হয়েছিল, তাতে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থকরাই এই কাজ পেয়েছে, কিন্তু কোনও বিরোধী দলের কর্মীরা জব কার্ড থাকা সত্ত্বেও এই কাজ পাননি বলে অভিযোগ করেন। সিপিএমের স্থানীয় নেতৃত্ব জানান, শুধুমাত্র সিপিএম নয় বিজেপি ও কংগ্রেস সমর্থকরাও এই ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছেন। তার জন্য তারা জেলার পূর্তের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করেন। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার সিপিএমের এই বক্তব্যকে সমর্থন করে জানান, তৃণমূল সরকার তাদের এই ১০০ দিনের প্রকল্পে স্থানীয় তৃণমূল কর্মীদের ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের সমর্থকদের এই কাজ দেন না। বিরোধী দলের সমর্থকদের কাছে প্রকৃত জব কার্ড থাকা সত্ত্বেও তারা এই কাজ পান না। কিন্তু তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করে জানান বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিরোধীরা তাদের বিরুদ্ধে এই মিথ্যা কুৎসা রটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =