দিল্লী ক্যাপিটালসে কোভিড আক্রান্ত ৫, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ সরল মুম্বইয়ে

করোনা যেন পিছুতেই ছাড়ছে না আইপিএলের। চলতি আইপিএলেও কঠোর জৈব বলয়ের বজ্র আঁটুনি ভেদ করে ঢুকে পড়েছে মারণ কোভিড ভাইরাস। আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের পাঁচ সদস্ আগামিকাল পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বনাম  পঞ্জাব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। আইপিএল থেকে বুধবার বিবৃতি দিয়ে  এই খবর জানিয়ে দেওয়া হল। দীর্ঘ বাস জার্নি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ এপ্রিল দিল্লি দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম করোনা আক্রান্ত হন। তারপরের দিন দলের স্পোর্টস মাসাজ থেরাপিস্ট চেতন কুমারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ১৮ এপ্রিল দলের অজি অলরাউন্ডার মিচেল মার্শ, টিমের ডাক্তার অভিজিৎ সালভি  ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টিমের সদস্য আকাশ মানের শরীরে বাসা বাঁধে মারণ ভাইরাস। আক্রান্ত এই পাঁচ সদস্য আপাতত নিভৃতবাসে মেডিক্যাল পর্যবেক্ষণে রয়েছেন। গত ১৬ এপ্রিল থেকে দিল্লি দলের সকলের প্রতিদিন আরটি-পিসিআর পরীক্ষা হচ্ছে। বুধবার অর্থাৎ আজ চতুর্থ রাউন্ডের আরটি-পিসিআর পরীক্ষার পর জানা গিয়েছে যে, দলের বাকি সদস্যের রিপোর্ট নেগেটিভ। আগামিকাল সকালে ফের এক দফা আরটি-পিসিআর পরীক্ষা হবে দিল্লি দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =