দিল্লিতে এক সপ্তাহ ধরে ধর্ষণ বাংলার যুবতীকে, গরম ডাল ঢেলে শরীর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর বুকে ধর্ষণ, নির্যাতনের শিকার বাংলার যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণ করে তাঁর বন্ধু। সঙ্গে চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয়।  অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ৩০ জানুয়ারি তাদের কাছে খবর পৌঁছয় যে এক মহিলাকে তাঁর স্বামী নির্যাতন করছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর অবস্থায় তরুণীকে উদ্ধার করে দিল্লির এইমসে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাসিন্দা ওই তরুণী। তিন-চার মাস আগে থেকে অভিযুক্ত পরসের সঙ্গে ফোনের মাধ্যমে তাঁর বন্ধুত্ব হয়। পুলিশ জানায়, পরিচারিকার কাজ শুরু করবেন বলে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তরুণীর। সে কারণে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ট্রেনে দিল্লি পৌঁছন তিনি। অভিযুক্তর ভরসাতেই দিল্লিতে থেকে যায় যুবতী। কিন্তু এরপরই যুবতীর উপরে শারীরিক নির্যাতন শুরু করে। প্রতিদিন তাঁকে ধর্ষণ, মারধর করে। শরীরে গরম ডাল ঢেলে পুড়িয়েও দেয়। জানা গিয়েছে, ওই যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে।

ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে।  গত ২ ফেব্রুয়ারি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =