করোনা নতুন উপরূপের দাপটে হতে পারে হৃদরোগের মহামারি !

করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপটে হতে পারে হৃদরোগের মহামারি ! এমনই দাবি করা হয়েছে জাপানের নতুন গবেষণায়। জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন নয়া রিপোর্ট পেশ করে সতর্কতা জারি করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, মানবদেহের কোষে করোনা ভাইরাস জাঁকিয়ে বসলে হৃদযন্ত্রের উপরে প্রভাব ছড়াতে থাকে। ফলে যাঁরাই এই অসুখে ভুগেছেন, তাঁদের সকলেরই হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। মারণ ভাইরাসের নয়া উপরূপ জেএন.১ -এর বাড়বাড়ন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এই সাবভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারি ! হতে পারে স্ট্রোকও !

এদিকে শনিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে সতর্ক থাকতে হবে প্রবীণ নাগরিকদের। তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু এর মধ্যেই ভয় ধরাচ্ছে জাপানের গবেষকদের আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − thirteen =