বিদেশে ভারতকে অসম্মান করতে ভালোবাসে কংগ্রেস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির দ্বারকায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দ্রৌপদী মুর্মুজি আদিবাসী পরিবার থেকে এখানে এসেছেন। তাঁর মাতৃভাষা হিন্দি নয়, ওড়িয়া। তিনি আজ সংসদকে চমৎকারভাবে উদ্বুদ্ধ করেছেন, ভাষণ দিয়েছেন। কিন্তু কংগ্রেসের শাহী পরিবার তাকে অপমান করতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, শাহী পরিবারের এক সদস্য বলেন, আদিবাসী কন্যা বিরক্তিকর বক্তৃতা দিয়েছেন। আরেক সদস্য আরও একধাপ এগিয়ে রাষ্ট্রপতিকে বেচারা বলেছেন। তারা আদিবাসী কন্যার বক্তৃতা বিরক্তিকর মনে করে।

এটা দেশের ১৬ কোটি আদিবাসী ভাই-বোনের অপমান। এটা দেশের প্রতিটি গরিব মানুষের অপমান…তারা মানুষকে গালি দিতে, বিদেশে ভারতকে অপমান করতে এবং শহুরে নকশালদের কথা বলতে পছন্দ করে। দিল্লিকে খুব সতর্ক থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =