কলকাতা : মহাকুম্ভে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাত্রার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে যোগী প্রশাসনকে বিঁধলেন তিনি।
অভিষেক এদিন বলেন, কখনও বলছে ৩০ জন। কখনও বলছে ৪০ জন। মহাকুম্ভে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে। গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেই। বিজেপি বিরোধী কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠত।
অভিষেকের অভিযোগ, “বড় বড় উদ্যোগপতিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তাঁদের খাতির করে নিয়ে যাচ্ছে প্রশাসন। মহাকুম্ভের বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। আমি আশা করব এই ঘটনা থেকে যেন শিক্ষা নেয় বিজেপি। বিজেপি কোনও ঘটনা থেকে শিক্ষা নেয় না। ভাবে দেশটাকে কিনে রেখেছি।”
অভিষেকের মতে, “মহাকুম্ভে এত মানুষ যখন যাবে, তখন ন্যূনতম ব্যবস্থাপনা দরকার ছিল। এখানে পরিকল্পনা কম। ব্যবস্থা নেই। শুধু প্রচার।”
উল্লেখ্য, মর্মান্তিক ঘটনায় বৃহস্পতিবারই শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে X হ্যান্ডেলে মহাকুম্ভের পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হওয়ার উচিত ছিল বলেই দাবি করেন। এবার মমতার সুরেই সুর মেলালেন অভিষেক।