কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে হুমকি দিচ্ছেন এবং প্রভাব খাটিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত করতে চাইছেন বলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই মর্মে অভিযোগ জানিয়েছেন।
সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিজেপির মিছিলে গন্ডগোল এবং তার প্রেক্ষিতে বিরোধী দলনেতার রবীন্দ্র সরোবর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগের প্রসঙ্গ ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কুণালবাবু অভিযোগ করেন বিরোধী দলনেতা পুলিসকে বার বার হুমকি দিচ্ছেন । প্রভাব খাটিয়ে পুলিস এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোটের ফল কে প্রভাবিত করতে চাইছেন।
শুভেন্দু অধিকারী ও তার সঙ্গীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনি পদক্ষেপ গ্রহণ এবং বালিগঞ্জে অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে।