বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী

রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে যান তিনি। সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান,  নিছক সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে তিনি রাজ ভবনে এসেছিলেন।

উল্লেখ্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকেও বৃহস্পতিবার তিনি দেখতে গিয়েছিলেন। শুক্রবার অভিজিৎ বাবু কলকাতায় আসছেন। দশমীর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও একই ভাবে মিষ্টি পাঠানো হয় রাজভবনে। তবে এ বার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সামনাসামনি বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল। প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসের ২৫ তারিখও হঠাৎই রাজভবনে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =