নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ‘বাংলাতে ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না, তাই আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী’ মঙ্গলবার বর্ধমান শহরের ১০৮ শিব মন্দিরে পুজো দিতে এসে বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরই সামনে আসে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপরেই ২৪ ঘণ্টার মধ্যে সোমবার বর্ধমানে পৌঁছন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার দুর্গাপুরে দোলযাত্রায় অংশগ্রহণ করে মঙ্গলবার সকালে বর্ধমান শহরের ১০৮ শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না, তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করা হয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কোথায় আছেন? হয়তো জানেন না তিনি চোর, তোলাবাজ ও কাটমানি খোরদের সঙ্গে খেলছেন। কোন পিচে নেমেছেন উনি জানেন না। আগে কোথায় ভাতার,মন্তেশ্বর সেটা তো চিনুক।’