মা-উড়ালপুলে নজরদারি বাড়াল কলকাতা পুলিশ

মা উড়ালপুলের পর বিশেষ নজরদারি বাড়াতে চাইছে লালবাজার। আর সেই কারণে লালবাজারের তরফ থেকে মোতায়েন করা হল ১০ পুলিশ কর্মীকেও। যার জন্য তৈরি করা হয়েছে ৬টি কিয়স্ক। সেখান থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা দিনের ব্যস্ত সময়ে নজরদারি চালাবেন যানবাহনের উপরে। কারণ, কলকাতার বহু মানুষের যাতায়াতের ভরসা এই মা ফ্ল্যাইওভার। বাইপাস-কলকাতা সংযোগকারী এই উড়ালপুল দিয়ে নিত্যদিন অসংখ্যা গাড়ি যাতায়াত করে। আর সেই কারণেই কিন্তু এই উড়ালপুলে যানজট নিত্যদিনকার ব্যাপার। এদিকে সমস্যা তৈর্ হয় গাড়ি খারাপ তেকে দুর্ঘটনা নানা করাণে।  সিসিটিভিতে নজরজারি চালালেও এই সমস্যা কোনওভাবেই যেন সামাল দেওযা যাচ্ছে না।এবার এই সব সমস্যা সমাধানের এবার পদক্ষেপ লালবাজারের।

এইমুহূর্তে কলকাতার সড়কপথে গুরুত্বপূর্ণ লাইফলাইন মা উড়ালপুল, তা প্রায় নিশ্চিত ভাবেই বলা যায়। যোগাযোগের মুশকিল আসান করছে শহরের দীর্ঘতম এই উড়ালপুল। ৯.০২ কিলোমিটার লম্বা ফ্লাইওভার তৈরি হয়েছিল ২০১৫ সালে। মূলত, যানজট থেকে বাঁচতে তৈরি করা হয়েছিল এই ব্রিজ। তবে যানজটই এখন যান্ত্রণার কারণ হয়ে উঠেছে। সিসিটিভি আছে ঠিকই। কিন্তু এতবড় ফ্ল্যাইওভারের অনেক জায়গায় সিসি ক্যামেরার আওতার বাইরে। কোথাও কোনও অঘটন ঘটলে পুলিশ সঠিক সময়ে তা জানতেও পারে না। খবর আসতে অনেকটাই সময় চলে যায়। শুধু তাই নয়,উড়ালপুলের ওই ঘটনাস্থলে পৌঁছতেও কিছুটা সময় নষ্টও হয়। এবার এই সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিল লালবাজার। এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তারা জানাচ্ছেন, ‘মনিটারিং ঠিক হলে যানচলাচল অনেকটাই স্বাভাবিক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =