জগদ্দলে তৃণমূল কাউন্সিলরের পুত্রের ঘর থেকে বোমা- আগ্নেয়াস্ত্র উদ্ধারের তদন্তে এন আই এ

ব্যারাকপুর :- ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের জগদ্দলের মেঘনা মোড়ের বাসিন্দা তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের পুত্র নমিত সিংয়ের বাড়ি থেকে গত ১২ মার্চ উদ্ধার হয়েছিল ৪৪ টি তাজা বোমা ও দুটি আগ্নেয়াস্ত্র। বিপুল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ-র কাছে অভিযোগ দায়ের করেন বিধায়ক পবন কুমার সিং।

সেই ঘটনার তদন্তে মঙ্গলবার বিকেল ৪-৩০ মিনিট নাগাদ নমিত সিংয়ের বাড়িতে আসেন এন আই এ-র চারজনের প্রতিনিধি দল। তারা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন। তাছাড়া নমিতের বাড়ি ও ঘরের ছবি তোলেন তদন্তকারীরা। যদিও সাংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিন এন আই এ-র প্রতিনিধি দল জগদ্দলের মেঘনা মোড়ে এলেও, তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং-কে এলাকায় দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =