মুর্শিদাবাদ : বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সোমবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছে এক নাবালিকা। বাড়ির অদূরে আমবাগানে খেলার সময় বোমা ফেটে জখম হয়েছে নয় বছরের ওই নাবালিকা। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত নাবালিকার নাম নুসরত জাহান (৬)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সামশেরগঞ্জ থানার অন্তর্গত মালঞ্চ গ্রামে। ওই নাবালিকা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে আম বাগানে খেলা করছিল ওই নাবালিকা।
খেলা করার সময় বলের মত একটি বস্তু দেখতে পেয়ে হাতে তুলতেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে সামশেরগঞ্জ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।