অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং

ব্যারাকপুর : অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। প্রসঙ্গত, গত ১২ এপ্রিল রাতে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মানিকপীর এলাকায় অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছিল। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিধায়ক পবন কুমার সিং সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতি মতোই শনিবার থেকেই ভষ্মিভূত ঘরগুলি নতুন করে গড়ে তোলার কাজ শুরু হল। পুড়ে যাওয়া আসবাবপত্র তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি পূরণ করবেন বলে জানালেন ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং। শনিবার তিনি বললেন, ঘরবাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই পাঁচটি পরিবারের সমস্ত দরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পবনের দাবি, শুধুমাত্র বিধায়ক হিসাবে নন, একজন মানুষ হিসাবে ওদের পাশে দাঁড়িয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =