বিজেপিতে যোগ না দিলেই গ্রেপ্তার! আশঙ্কায় অতিশী, রাঘব চাড্ডারা

‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও  গ্রেপ্তার করবে ইডি’, মঙ্গলবার এমনই দাবি করলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেত্রী অতিশী মারলেনা। শুধু তিনি একা নন, আরও তিন আপ নেতা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী। অতিশী বলেন, ‘আমি জানতে পেরেছি শীঘ্রই আমার বাসভবনে ইডি অভিযান চালাবে। তার পর আমাকে গ্রেপ্তার করে হেফাজতে নেবে।’

মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য শোনা যায় অতিশীর মুখে। সাফ জানিয়ে দেন, কয়েকদিনের মধ্যে আপের চার নেতার বাড়িতে হানা দেবে ইডি। অতিশী ছাড়াও ইডি তল্লাশি হবে সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক ও রাঘব চাড্ডার বাড়িতে। তার পরেই চার নেতাকে সমন পাঠিয়ে নিজেদের হেপাজতে নেবে ইডি। অতিশীর কথায়, ‘আমাকে বলা হয়েছে, আপের পরবর্তী নেতাদের নিশানা করছে বিজেপি। তাই আমাদের বাড়িতে তল্লাশি করবে ইডি।’

সোমবার ইডি আদালতে জানিয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় অন্যতম অভিযুক্ত তথা একদা আপের জনসংযোগ সংক্রান্ত দায়িত্ব দেখভাল করা বিজয় নায়ার তাঁকে কোনও কাজের জন্য কৈফিয়ত দিতেন না বলে জানিয়েছেন নাকি দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইডি দাবি করেছে, দিল্লির দুই মন্ত্রী অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের নাম করে নাকি দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাবতীয় বিষয় তাঁদেরকেই জানাতেন বিজয়।

মঙ্গলবার অতিশী বলেন, ‘আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বিজেপিতে যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। সোজাসুজি বলে দেওয়া হয়েছে, বিজেপিতে গিয়ে আমার রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে পারি। তা না হলে এক মাসের মধ্যে গ্রেপ্তার হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপের সব নেতাকে জেলে ভরবেন।’ কারণ বিরোধী ঐক্য দেখে ভয় পেয়েছে বিজেপি। একজন নেতাকে গ্রেপ্তার করলে আরও ১০ জন সেই অভাব পূরণ করতে এগিয়ে আসবে, মত অতিশীর। তবে এই অভিযোগ পেয়ে পালটা দিয়েছে বিজেপি। অতিশীকে গেরুয়া শিবিরের চ্যালেঞ্জ, বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে তার প্রমাণ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =