বাজেট অধিবেশনের শুরুতেই মোদির মুখে ‘রাম রাম’, দিলেন বিরোধীদের বার্তা

সংসদে বাজেট অধিবেশন শুরু হল আজ। তার ঠিক আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, এবার অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। নতুন সরকার গঠিত হলে পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের ঠিক ন’দিনের মাথায় বাজেট অধিবেশন শুরু হল সংসদে। বুধবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেই অধিবেশনের সূচনাও করলেন রাম নাম করে।

প্রতিবার সংসদে অধিবেশন শুরুর আগেই বাইরে দাঁড়িয়ে বক্তৃতা করেন মোদি। মোদি সাধারণত তাঁর বক্তৃতা শুরু করেন দেশবাসীকে ‘মিত্র’ বা ‘সাথী’ বা ‘পরিবারজন’ বলে সম্বোধন করলেন।এদিন সেই বক্তৃতার শুরুতেই মোদি বললেন, ‘রাম রাম’। সম্ভবত এ-ও বুঝিয়ে দিলেন রামমন্দির নিয়ে বিরোধীরা তাঁকে ধর্ম থেকে শুরু করে নারীবিদ্বেষ নিয়ে যা যা কটাক্ষ করেছেন, তারও তিনি পরোয়া করছেন না।

এদিন মোদিকে বলতে শোনা যায়, ‘আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করবেন বাজেট। সেই সঙ্গে বলবেন ‘দিশা-নির্দেশক’ কথা। আমার দৃঢ় বিশ্বাস, দেশ এগিয়ে চলেছে। এবং রোজ উন্নয়নের নতুন নতুন উচ্চতায় পৌঁছবে। সবদিকেই উন্নয়ন হয়েছে। জনতার আশীর্বাদে এই যাত্রা অব্যাহত থাকবে।’

সেই সঙ্গে বিরোধীদের প্রতি তাঁর কটাক্ষ, ‘যাঁরা সংসদে সদর্থক অবদান রাখেন তাঁরা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকেন। কিন্তু যে সদস্যরা বিঘ্ন ঘটান তাঁদের কেউ মনে রাখে না। এই বাজেট অধিবেশন সুযোগ দিচ্ছে সদর্থক পদচিহ্ন রেখে যাওয়ার। সমস্ত সাংসদকে আর্জি জানাচ্ছি, এই সুযোগ না হারাতে এবং তাঁদের সেরাটা দিতে।’ প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করা হবে। এবারের বাজেট অধিবেশন শেষ হচ্ছে ৯ ফেব্রুয়ারি। একথা জানিয়ে মোদি বলেন, ‘নতুন সরকার গঠিত হলেই আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব ঐতিহ্য মেনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =