কলকাতা : দীর্ঘক্ষণ একটি অটো দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল অনেকের। সে জন্য পুলিশে খবর দেওয়া হয়। তল্লাশিতে ওই অটো থেকে উদ্ধার হয়েছে ১৯টি বোমা, একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি। শুক্রবার রাতে হরিদেবপুরের ৪১ পল্লি ক্লাবের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল একটি অটো। দীর্ঘক্ষণ অটো দাঁড় করানো আছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে হরিদেবপুর থানার পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের কাছে একটি অটো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাপড়ের মোটা আস্তরণ দিয়ে অটো ঘেরা ছিল। কেন কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে, তা নিয়েই বেশি সন্দেহ হয়। তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। রাতেই ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় পুলিশ। খুলে ফেলা হয় কাপড়। অটোতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে ছিল ১৯টি বোমা। অটোর সামনে-পিছন, চালকের বসার আসন, ব্রেকের জায়গায় তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইতিমধ্যে অটো বাজেয়াপ্ত করেছে হরিদেবপুর থানার পুলিশ। অটো চালক বা মালিকের হদিশ মেলেনি। অটোর নম্বরের সূত্র ধরে অটোর বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।