ডিম ভাঙতেই বেরল সাপের ছানা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: সারা পৃথিবীজুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে, আর এইসব ঘটনার সাক্ষী সাধারণ মানুষ। সেই রকমই এক ঘটনার সাক্ষী রইলেন জামুড়িয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার জামুড়িয়া বিধানসভার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোল্ট্রি ডিম ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে এল সাপের ছানা। ডিহি পাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তাঁর ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের ছানা। এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নারের পরিবার সহ ডিহি পাড়ার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডলের দাবি, এই ধরনের বিরল ঘটনা তাঁদের এলাকায় প্রথম দেখলেন তিনি। তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনও জায়গাতেও ঘটতে পারে। তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eight =