কলকাতা : সোদপুর-কাণ্ডে গ্রেফতার হলেন আরিয়ান খান। গ্রেফতার করা হয়েছে তাঁর এক মহিলা সঙ্গীকে। হাওড়া সিটি পুলিশ বুধবার দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন গল্ফগ্রিন থেকে তাঁদের গ্রেফতার করেছে। এই সঙ্গে আরিয়ান খানের নাবালিকা বোনকে সোনারপুর থেকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
সোদপুর এর তরুণীকে প্রায় ৫ মাস আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময়ের মধ্যে একবার মানালি ও একবার দীঘাতে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে । সেখানে আরিয়ান ও তার মা শ্বেতা ওই নাবালিকাকে গাড়ির মাঝখানে বসিয়ে মুখ ঢেকে নিয়ে যায় বলে অভিযোগ। তরুণী যাতে কোথায় নিয়ে যাচ্ছে জানতে না পারে সেই জন্য তার মুখ ঢেকে রাখা হয়েছিল।
মানালি এবং দীঘায় ওই তরুণীর সঙ্গে কী করেছিল তা জানতে আরিয়ানকে জেরা করে পুলিশ। নাবালিকা বোনকেও এই নিয়ে জেরা করবে পুলিশ। তবে এখনও নিখোঁজ আরিয়ানের মা ফুলটুসি বেগম ওরফে শ্বেতা খান।

