হুগলি: স্ত্রী ও মেয়েকে খুন করে স্বামীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে উত্তরপাড়ায়।
এই ঘটনার পর মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার হন বধূ ও তাঁর মেয়ে। রক্তাক্ত অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁর।
কেন খুনের ঘটনা? কেনই বা নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন ওই যুবক? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।