স্ত্রী জীবিত থাকতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল

ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। আগামী ২ মে বিয়ে করতে চলেছেন বাংলার বর্তমান কোচ। পাত্রী বুলবুল সাহা। তিনি অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।

কিন্তু ক্যানসারকে হারিয়ে দেওয়া ভারতের প্রাক্তন ওপেনার ফের বিয়ে করবেন? ৬৬ বছর বয়সে এসে তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? আসলে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল। শোনা যাচ্ছে রীনা দেবীর শুশ্রূষাও করবেন তিনি। তবে অরুণ লাল নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি।

দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন। বাংলা দলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন মানসিক কাঠিন্য। তাঁর উপস্থিতি বদলে দিয়েছিল গোটা দলের চরিত্র। ১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে ফাইনালে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর ১৮৯ রানের ইনিংস নিয়ে এখনও ময়দানে আলোচনা হয়। অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। আর তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল-ও। জানা যাচ্ছে, রীনার শুশ্রূষার দায়িত্ব নিতে চলেছেন তিনি। অন্যদিকে এও জানা যাচ্ছে যে রীনা-ও নাকি তাঁর স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়েছেন।

এহেন ‘ফাইটার লাল’ আগামী ২ মে ফের একটা নতুন ইনিংস শুরু করবেন। ২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেননি। মারণরোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছেন। আর এ বার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seven =