কলকাতা : চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কায় মিছিল শুরুর আগেই ধরপাকড় শুরু হয়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক হয় একাধিক যোগ্য চাকরিহারা।
পুলিশের সঙ্গে বারবার বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা। শুক্রবার শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায় গোটা স্টেশন চত্বর।
গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল হয়েছে। যোগ্য-অযোগ্যের বিচারে সেই সংখ্যা প্রায় ২৬ হাজার। নতুন করে তাঁদের নিয়োগের জন্য পদ্ধতি মেনে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, ‘যোগ্য’ শিক্ষকদের বক্তব্য, তাঁরা একবার পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। চাকরি ফিরে পেতে আর কোনও পরীক্ষায় বসতে রাজি নন। এদিকে, ‘সুপ্রিম’ নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, আন্দোলনে লাভ নেই, পরীক্ষা দিয়েই ফের চাকরি পেতে হবে।