তোমরা কি বোকা? নেটিজেনদের প্রশ্ন করলেন সোনাক্ষী

তোমরা কি বোকা? ঠিক এভাবেই নেটিজনদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। বেশ কিছুদিন আগে দাবাং খানের সঙ্গে একটি বিয়ের ছবি ভাইরাল হয়েছিল। যেখানে বিয়ের পোশাকে একে অপরের সঙ্গে আংটি বদল করতে দেখা যায় তাদের। এরপরই গুঞ্জন শোনা যায়, সলমন-সোনাক্ষী লুকিয়ে দুবাইয়ে বিয়ে সেরেছেন। যদি খুব ভালো করে দেখলে বোঝা যায় ছবিটি ফটোশপ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ছবি ঘিরে উঠতে থাকে নানা কথা। যা নিয়ে রীতিমতো রেগে শত্রুঘ্ন তনয়া। অভিনেত্রী বলেন, তোমরা কি এতটাই বোকা যে একটি আসল ছবি একটি ফটোশপ করা ছবির পার্থক্যও বুঝতে পার না! তবে এই নিয়ে সল্লু ভাই কোনও কথা বলেননি। প্রসঙ্গত, ২০১০ সালে সলমন খানের হাত ধরেই বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। প্রথম ছবি থেকেই নজর কাড়েন তিনি। সে সময়ও সলমনের সঙ্গে সোনাক্ষীর প্রেম নিয়ে গুঞ্জন উড়েছিল। তবে সেই গুঞ্জনে ইতি পড়েছে বহুদিন আগেই।

এছাড়া সোনাক্ষীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই নোটবুক (Notebook) অভিনেতা জাহির ইকবালের প্রেমের খবর পাওয়া যাচ্ছিল। যদিও এ নিয়ে মুখ খুলেছিলেন সোনাক্ষী নিজেই। বলেছিলেন, জাহির আমার প্রিয় বন্ধু। এই সব খবরে আমাদের হাসিই পায়, ও খুব ভালো অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =