অণ্ডাল পুলিশের জালে ধৃত ভুয়ো সিভিক ভলেন্টিয়ার

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: দীর্ঘ দিন ধরে এলাকায় সিভিক ভলেন্টিয়ার সেজে নানান ভাবে নানান লোককে প্রতারণা সহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত অণ্ডালের পলাশবোন কালীমন্দির এলাকার বাসিন্দা, বর্তমানে বক্তা নগরের চকরামবাটি এলাকায় বসবাসকারী অরিন্দম চক্রবর্তী নামে বছর পঁচিশের যুবক মঙ্গলবার চকরামবাটি ব্রিজের কাছে অণ্ডাল পুলিশের হাতে গ্রেপ্তার হন। আদালতের কাছে ধৃতর পুলিশি হেপাজতের আবেদন করে মঙ্গলবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল এলাকায় এক যুবক ভুয়ো সিভিক ভলেন্টিয়ার সেজে নানান কীর্তিকলাপ করছেন। পুলিশ যুবককে হাতেনাতে ধরার জন্য ওৎ পেতেছিল। একেবারে সিভিক ভলেন্টিয়ার পোশাক পরা যুবককে গ্রেপ্তার করল পুলিশ। কেন এ ভাবে সিভিক ভলেন্টিয়ার সেজে প্রতারণার পথ বেছে নিয়েছিলেন যুবক, তাঁর এই ভুয়ো সিভিক ভলেন্টিয়া সাজার পিছনে কী কারণ রয়েছে? তাঁর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সব বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে। আদালতের পথে নিয়ে যাওয়ার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবক নিজেই স্বীকার করেন তিনি, সিভিক ভলেন্টিয়ার নন। এভাবে ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ধরা পড়ায় স্বাভাবিক ভাবেই বিড়ম্বনায় পুলিশ তথা কর্মরত আসল সিভিক ভলেন্টিয়াররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 7 =