রুশ সেনার গুলিতে মৃত আমেরিকার সাংবাদিক, আহত আরও এক সহকর্মী

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধের বলি হলেন এক মার্কিন সাংবাদিক(American Journalist)। সূত্রের খবর, রবিবার খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ব্রেন্ট রিনাড নামে এই আমেরিকান সাংবাদিকের। আহত হয়েছেন আরও একজন।

‘নিউ ইয়র্ক টাইমস’-(New York Times)- এর দাবি, মৃত সাংবাদিক তাদের প্রাক্তন কর্মী। রুশ সেনার গুলিতে তাঁর মত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানী কিভের পুলিশ প্রধান জানাচ্ছেন, মৃত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড। এ ছাড়া আহত হয়েছেন আরও এক জন সাংবাদিক। ইরপিনে এই দু’জন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

মৃত সাংবাদিকের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ মানুষের কথা নিয়ে বিভিন্ন প্রতিবেদন লিখেছেন। বিশেষত, শরণার্থীদের সমস্যা তুলে ধরতেন। এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি এবং ভাইস নিউজের মতো সংবাদ সংস্থা ও চ্যানেলে কাজ করেছেন ওই সাংবাদিক। সাংবাদিকতা, চিত্র সাংবাদিকতার পাশাপাশি ছবিও বানাতেন ব্রেন্ট রিনাড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − ten =