স্টেডিয়ামের জন্য বিকল্প জমি দরকার, নবান্নে ‘দিদি’র কাছে ‘দাদা’

সিএবি-কে একটি স্টেডিয়াম তৈরির জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা জলা জমি হওয়ায় স্টেডিয়াম তৈরি করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠকের পর এ কথা জানালেন মুখ্যমন্ত্রী।

আইপিএলের ম্যাচ হবে ইডেনে। সেই ম্যাচ নিয়ে কথা হবে বলে মনে করা হয়েছিল। সাংবাদিক বৈঠকে মমতা বললেন, “সৌরভ এসেছিল। আইপিএল নিয়ে কথা হয়নি। এমনি গল্প করছিল। সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল। সেটা জলা জমি। সেখানে স্টেডিয়াম করা যাবে না। অন্য জমি দেওয়া যায় কি না সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।”

ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ ২৪ এবং ২৫ জুন। সেই ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে ইডেনে। বিসিসিআই-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =