প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের ২ সদস্যের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর অভিযোগ। আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে দাবি। অভিযোগ, প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে বাঁকুড়া মেডিক্যালে চিকিতসারত অবস্থায় মৃত্যু হল মথুর মোহন দত্ত ও তাঁর ছেলে শ্রীধর দত্তের। এখনও হাসাপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মথুরবাবুর স্ত্রী। রবিবার রাতের এই ঘটনায় মারাত্মক আতঙ্ক ছড়াল বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার নতুনচটি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্তের সঙ্গে জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী পিন্টু রুইদাসের। দীর্ঘ দিনের এই বিবাদ আদালতেও গড়ায়। রবিবার সন্ধ্যেবেলায় সেই জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ সেই সময় পিন্টু রুইদাস নামের ওই প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের ওপর। আক্রান্ত হন অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী ও ছেলে । খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর ছেলের এবং এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্ত্রী। এদিকে, ঘটনার পর থেকে পলাতক পিন্টু রুইদাস নামে ওই অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =