কলকাতা : হাওড়ায় তৃণমূলের পার্টি অফিসের ভেতর ঢুকিয়ে এক সিভিক ভলেন্টিয়ারকে তৃণমূলের ছেলেরা মারধর করেছে বলে ভিডিও দাখিল করে অভিযোগ তুলল বিজেপি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের বসন্তপুরের ৫ নম্বর মন্ডলে।
বিজেপি- র হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করা হয়েছে, মণ্ডল সভাপতিকে একটি সাজানো মামলায় ফাঁসানোর মরিয়া প্রয়াস, তৃণমূলের গুন্ডারা একজন সিভিক ভলেন্টিয়ার শ্রীধর চক্রবর্তীকে তাদের দলীয় অফিসে তুলে নিয়ে যায় এবং তার উপর বর্বর নির্যাতন চালায়!
প্রকাশ্য রাস্তায়, সেই তৃণমূলী দুষ্কৃতীরা তাকে একজন অপরাধীর মতো দড়ি দিয়ে বেঁধে কান ধরে বসতে বাধ্য করে এবং মাটিতে নাকখত দিতে বাধ্য করে অপমান করে। সব কিছুই প্রকাশ্য দিবালোকে, ক্যামেরায় ধরা পড়ে!
সম্প্রতি, সমগ্র রাজ্য তৃণমূলের অন্যতম গুন্ডা মাফিয়া অনুব্রত মণ্ডলকে নির্লজ্জভাবে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারকে ধর্ষণের হুমকি দিতে দেখেছে। আর এখন, একই অপরাধী চক্র দলীয় অফিসের ভেতরে সিভিক ভলেন্টিয়ারের উপর হামলা চালাচ্ছে এবং গর্বের সাথে তাদের হিংসাত্মক কর্মকান্ডের ছবি তুলছে।
এটা আর কেবল রাজনৈতিক হিংসা নয় – বরং এটা পশ্চিমবঙ্গে সাংবিধানিক শৃঙ্খলার সম্পূর্ণ পতনের দৃশ্য।
এটা বেআইনি, এটা অনৈতিক, এটা সম্পূর্ণ বর্বরতা! যদি রাজ্য পুলিশ এই সন্ত্রাসের রাজত্বের নীরব দর্শক হয়ে থাকে, তাহলে তাদের নিজেদের উপরেও এই ধ্বংসলীলা খুব শীঘ্রই নেমে আসতে চলেছে।”