জমি দখলের অভিযোগ ইসিএলের বিরুদ্ধে, প্রতিবাদে কাজ বন্ধ, ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বরে ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর ৭ নম্বর কোলিয়ারির কাছেই শুরু হয়েছে এমডিওর আওয়াত কনটিনিয়াস মাইনর তৈরির কাজ। এই পদ্ধতিতে মেশিন দ্বারা ভূগর্ভ থেকে উত্তোলন করা হবে কয়লা। কিছুদিন আগেই ইসিএলের বহু বড় বড় আধিকারিক ঘটা করে উদ্বোধন করেন এই কাজ।
শুক্রবার ফের আবার এলাকার বহু জমির মালিক এসে হাজির হন কাজ শুরু হওয়া প্রজেক্ট চত্ত্বরে। ভূমিহারা কমিটির ব্যানার নিয়ে তাঁরা দাবি করেন, যেখানে ইসিএল তাদের প্রজেক্ট শুরু করেছে, সেই জমি তাঁদের। ভূমিহারাদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ জমির মালিকদের না জানিয়েই, তাঁদের সঙ্গে জমির বিষয়ে কোনও চুক্তি না করেই কাজ শুরু করেছে। সে কারণেই তাঁরা এদিন তারা প্রজেক্টের কাজ বন্ধ করে ইসিএল আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।
জমির মালিক সৌরভ ব¨্যােপাধ্যায়ের দাবি, যতক্ষণ না পর্যন্ত ইসিএলের তরফে জমির সঠিক ক্ষতিপূরণ ও ন্যায্য পাওনা জমির মালিকদের দেওয়া হচ্ছে, ততক্ষণ প্রজেক্টের কাজ বন্ধ রাখবেন ভূমিহারারা। যদিও এই বিষয়ে ইসিএল আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =