কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিমী হাওয়া বন্ধ হয়ে যাবে, পূবালী হাওয়ার প্রভাবে বৃদ্ধি পাবে তাপমাত্রা। অর্থাৎ ফের ঠান্ডা কমবে; পরিবর্তে বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে, ১০ জানুয়ারির পর আবারও কমতে পারে তাপমাত্রা। শুক্রবার একধাক্কায় অনেকটাই বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আপাতত সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতে ৬ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। ৬ তারিখের পর বদলাবে পরিস্থিতি