জসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি দেশের তারকা পেসার সুদূরপ্রসারী ভাবনার কথাও জানিয়েছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ‘বিয়ন্ড ২৩ পডকাস্ট’-এ নানা বিষয়ে নিজের মনের কথা জানিয়েছেন বুমরা। তিনি সেখানেই নিজের অবসর প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন।
কয়েকদিন আগে আচমকা সকলকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ বার জসপ্রীত বুমরাও কি সেই পথেই হাঁটবেন? সরাসরি সে কথা বুমরা বলেননি। ৩১ বছর বয়সী ভারতীয় তারকা পেসার ভারতের হয়ে ৪৫টি টেস্টে খেলেছেন, ৮৯টি ওডিআইতে খেলেছেন এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরা ১৪৩টি আইপিএল ম্যাচ খেলেছেন।
খেলার জন্য, দেশের জন্য জান উজাড় করে দিতে তৈরি বুমরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও সিলেক্টিভ ও স্মার্ট হতে হবে বলে মনে করেন বুমরা। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই, যে কোনও ব্যক্তির পক্ষে এত দিন ধরে সবকিছুতে খেলা কঠিন। আমি বেশ কিছুদিন ধরে এটা করছি। কিন্তু একটা সময়ের পর অবশেষে নিজেকে বুঝতে হবে যো, শরীর কোথায় যাচ্ছে, গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কোনটা।’
একদিকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার কথা ভাবছেন বুমরা। পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার ইচ্ছেও প্রকাশ করেছেন বুমরা। তিনি বলেন, ‘এখনও অবধি সফরটা ভালোই চলছে। যেদিন বুঝতে পারব যে, আমার চেষ্টা শেষ হয়ে গিয়েছে অথবা আমার চেষ্টাটা আর নেই, সেই সঙ্গে আমার শরীর আর দিচ্ছে না, তখনই বুঝব সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এ বার সিদ্ধান্ত নেওয়া উচিত।’
পাশাপাশি বুমরা আরও জানান যে, অলিম্পিকে ক্রিকেট খেলা হবে। সেখানে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বুমরা। তবে তিনি এও জানিয়েছেন যে কখনও তিনি লক্ষ্য নির্ধারণ করেন না। কারণ, যতবারই তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন, তা পূরণ করতে পারেননি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি ঠিকই আছি। কিন্তু আমি কখনও লক্ষ্য নির্ধারণ করি না। অথবা আমি নিজের পরিসংখ্যানের দিকে তাকাই না। কারণ আমি মনে করি যে, আমার বর্তমানে থাকা উচিত এবং এই সময়েই বাঁচা উচিত, উপভোগ করা উচিত। ‘
ইংল্যান্ড সফর শুরু ২০ জুন। সব টেস্টে পাওয়া যাবে না তাঁকে। সফর শুরুর আগে জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। তবে ইংল্যান্ডে খেলার জন্য মুখিয়ে আছেন বুমরা। ডিউক বলের চরিত্র, সুইং কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে চাইছেন। ইংল্যান্ডের বাজবল স্টাইল ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। বুমরা কিন্তু সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে।