৩০৭ দিন পর ব্যাট হাতে ধোনি, ২৩২ স্ট্রাইকরেটের ইনিংস!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে পাঁচ বার চ্য়াম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। গত সংস্করণে পাঁচ নম্বর আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। দু-দিনের ফাইনালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। শেষ ২ বলে ১০ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। একটি বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেছিলেন রবীন্দ্র জাডেজা। সেই ম্যাচে শেষ বার ব্যাট হাতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

দিন হিসেবে ঠিক কত বলা যায়! টেকনিক্যালি ৩০৭ দিন পর ব্যাট হাতে ম্যাচে নামলেন মহেন্দ্র সিং ধোনি। হোম হোক বা অ্যাওয়ে, সব মাঠ চেন্নাই সুপার কিংসের না হলেও সব গ্যালারিই মহেন্দ্র সিং ধোনির। তিনি মাঠে নামতেই গ্যালারির গর্জন বাড়তেই থাকল। শব্দসীমা ছাপিয়ে গেল ১২৮ ডেসিবেল। কে বলবে মহেন্দ্র সিং ধোনি এ বারের আইপিএলে প্রথম ব্যাট করতে নামলেন!

ইনিংসের ১৬.২ ওভারে প্রবেশ। প্রথম বলই শর্ট পিচ। বাউন্ডারিতে ইনিংস শুরু। এর পরের বলেই পয়েন্ট তাঁর ক্যাচ ফেলেন খলিল আহমেদ। গ্যালারির প্রতিটা মুখ হাসিতে ভরে ওঠে। আরও কিছুক্ষণ ধোনির ব্যাটিং দেখার সুযোগ কেই বা হারাতে চায়! সেই চেনা কিছু শট। ধোনি যেমন কেরিয়ারের শুরুর দিকে ছিলেন, ঠিক যেন তেমনই রয়ে গিয়েছেন। সেটা চুলের স্টাইলে হোক বা খেলার স্টাইলে। মাত্র ১৬ বলে ৩৭ রানের ইনিংস মহেন্দ্র সিং ধোনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =