বাসন্তী : হাড়হিম কাণ্ড দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। শনিবার সকালে বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় ৬ নম্বর এলাকায় এক যুবককে কাটা মুণ্ড হাতে রাস্তায় ঘুরতে দেখা যায়। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় ও যুবককে আটকে রেখে ঘটনার বিস্তারিত জানতে চায়। পুলিশের দাবি, বিমল মণ্ডল নামে ওই যুবক তাদের জানায়, সে তার বৌদি সতী মণ্ডলকে খুন করেছে। ওই কথা জেনে সঙ্গে সঙ্গে বিমলকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে বিমলকে রক্তমাখা জামা পরে, হাতে বৌদির কাটা মাথা নিয়ে হাঁটতে দেখা যায়। শিউরে ওঠা ওই দৃশ্য দেখে হতবাক হয়ে যান এলাকার লোকজন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।